শিমুলিয়ায়-কাওড়াকান্দি রো রো ফেরি বন্ধ, ঘাটে জট

নাব্য সঙ্কটে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে রো রো ফেরি ঘাট বন্ধ থাকায় প্রায় ছয়শ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 01:48 PM
Updated : 3 Nov 2016, 01:48 PM

বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, বৃহস্পতিবার শিমুলিয়ায় চার শতাধিক ও কেওড়াকান্দি ঘাটে প্রায় আড়াইশ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

“বুধবার বেলা ১১টা থেকে তিন নম্বর ফেরিঘাট দিয়ে রো রো ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়া বাকি দুটি ঘাট দিয়ে পাঁচটি টানা ফেরি, তিনটি কে টাইপ ফেরি ও দুইটি ছোট ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।”

শাহ নেওয়াজ বলেন, “বড় আকারের রো রো ফেরিই হচ্ছে এ ঘাটের প্রাণ। কিন্তু রো রো ফেরি বন্ধ থাকায় পারাপারে চাপ বেড়ে গেছে।”

ফলে যাত্রী দুর্ভোগ ছাড়াও পণ্যবাহী ট্রাক আটকে থাকায় এ অঞ্চলের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তিনি।

পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা চলছে, দ্রুত সমস্যার সমাধান করা যাবে বলে জানান নেওয়াজ।