পুলিশের কানের পর্দা ফাটানোর মামলায় ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পুলিশ সদস্যকে চড় মেরে কানের পর্দা ফাটানোর মামলায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদারসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 01:21 PM
Updated : 3 Nov 2016, 01:21 PM

বৃহস্পতির ঢাকার এমপি হোস্টেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পালং মডেল থানার ওসি মো. খলিলুর রহমান জানান।

আরেকজন হলেন আওয়ামী লীগ নেতা ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ খলিলুর রহমান জাগরণ।

ওসি জানান, গত ১ নভেম্বর আলমগীর হোসেন হাওলাদারের ভাগ্নে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকতার হোসেন ঢালি ও শেখ খলিলুর রহমান জাগরণ সদর হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ সাহাকে একটি ভুয়া সার্টিফিকেট দেওয়ার জন্য চাপ দেন।

“তিনি মিথ্যা সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় দেবাশীষ সাহার কাছে চিকিৎসা নিতে যাওয়া পুলিশের নায়েক সেলিমুজ্জামন মাতুব্বর প্রতিবাদ করলে তাকে মারধর ও চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয় তারা।”

এ ঘটনায় পালং মডেল থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম ও দেবাশীষ সাহা বাদী হয়ে আলমগীর হোসেন হাওলাদার, তার ভাগ্নে আকতার হোসেন ঢালি ও শেখ খলিলুর রহমান জাগরণকে আসামি করে দুইটি মামলা করেন।

ওসি বলেন, গোপন খবরে বৃহস্পতিবার বিকালে ঢাকার এমপি হোস্টেলের সামনে থেকে আলমগীর হোসেন ও জাগরণকে গ্রেপ্তার করা হয়েছে।