অল্প সময়ের মধ্যে নির্বাচন, বিশ্বাস নজরুলের

সরকার শিগগিরই সংসদ নির্বাচন করবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2016, 01:08 PM
Updated : 2 Nov 2016, 01:18 PM

বুধবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপির এক কর্মী সমাবেশে তিনি বলেন, “বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত সময়ে অনুষ্ঠিত হবে এতে কোনো সন্দেহ নেই।”

২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়া এই দলটি তখন থেকেই পুনর্নির্বাচন দাবি করে আসেছে। কিন্তু সরকারদলীয় নেতারা বারবারই বলে আসছেন, পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে নির্বাচন নয়।

নজরুল দাবি করেন, এদেশের যা কিছু কল্যাণকর, যা কিছু সুদূরপ্রসারী ও মঙ্গলময়, উন্নয়নের বাহন- সব কিছু জিয়া ও খালেদা জিয়ার অবদান।

“কাজেই নিজেদের বাঁচানোর জন্য নয়, দেশ ও জনগণকে বাচাঁনোর জন্য আমাদেরকে এ লড়াইয়ে জিততে হবে,” বলেন তিনি।

এজন্য বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের আরও পরিশ্রমী ও সক্রিয় হওয়ার আহ্বান জানান নজরুল।

নাগেশ্বরী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, উপজেলা সভাপতি গোলাম রসুল রাজা, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকারসহ দলীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।