মৌলভীবাজারে এডিসির বাসায় ডাকাতি 

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 12:25 PM
Updated : 1 Nov 2016, 12:25 PM

জেলা শহরের বনবীথি এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

একই ভবনের দ্বিতীয় তলায় থাকেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল অলম খান ও নীচতলায় থাকেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো. গোলাম মাওলা।

আশরাফুল অলম সাংবাদিকদের বলেন, শেষ রাতের দিকে তার বাসার পূর্ব দিকের লোহার গ্রিল কেটে একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে। এরপর তারা বাসার লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে আটকে রাখে।

“তারা বিভিন্ন কক্ষ থেকে ৮/১০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।”

ব্যবসায়ী গোলাম মাওলার মেয়ে জামাই আউয়াল আহমদ বলেন, চিকিৎসার জন্য তার জন্য শ্বশুর ঢাকায় রয়েছেন। তাদের বাসায় তাল দেওয়া ছিল। ডাকাতরা দরজার তালা ভেঙে ঘরে ঢোকে।

“তারা ৭/৮ ভরি স্বর্ণালংকার, পাঁচ হাজার পাউন্ড, তিন হাজার টাকা, আড়াই হাজার রিয়ালসহ প্রায় আট লাখ টাকার সম্পদ লুট করেছে,” বলেন তিনি।

মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ডাকাতদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।