রোকেয়ায় প্রতি আসনে লড়বে ৫০ ভর্তিচ্ছু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৫০ জন শিক্ষার্থী আবেদন করেছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 10:20 AM
Updated : 26 Oct 2016, 10:21 AM

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও ভর্তি কমিটির সদস্য সচিব ইব্রাহীম কবীর জানান, ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদে ২১টি বিষয়ে এক হাজার ২৩০ আসনের বিপরীতে ৬১ হাজার ৫৭৭টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনে লড়বে ৫০ ভর্তিচ্ছু।

গত ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়।

এর মধ্যে ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) ১৩ হাজার ২৯৬, ‘বি’ (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটে ১৫ হাজার ৯৪৫, ‘সি’ (বাণিজ্য অনুষদ) ইউনিটে আট হাজার ৯৩,‘ ডি’ (বিজ্ঞান অনুষদ) ইউনিটে দশ হাজার ৪১৮, ‘ই’ (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ইউনিটে আট হাজার ২৭৫ এবং ‘এফ’ (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ইউনিটে পাঁচ হাজার ৫৫০ জন শিক্ষার্থী আবেদন করেছে।

ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানান নিবন্ধক ইব্রাহীম।