সেলফি তুলতে গিয়ে পদ্মায় ডুবে ছাত্রের মৃত্যু

মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 03:52 PM
Updated : 25 Oct 2016, 03:52 PM

মঙ্গলবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত রাকিবুল হাসান (১৭) ঢাকার কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

লৌহজং থানার ওসি মো. আনিচুর রহমান জানান, রাকিবুল তার ক্লাসের আরও পাঁচ বন্ধুকে নিয়ে শিমুলিয়া ঘাটে বেড়াতে আসেন। এখানে তারা ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মার পাড়ে মোবাইল ফোনে সেলফি তুলছিলেন।

“হঠাৎপা ফসকে রাকিবুল পদ্মায় পড়ে ডুবে যান। স্থানীয়রা পদ্মায় খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ জানায় ফায়ার সার্ভিসকে।

“পরে শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে রাকিবুলের লাশ উদ্ধার করে।”

ফায়ার সার্ভিসের সদস্যরা রাকিবুলের লাশটি পানির নীচ থেকে তোলার সময় মাটিতে পা আটকানো অবস্থায় ছিল। তাই ধারণা করা হচ্ছে, পড়ে যাওয়ার পর চোরাবালিতে তার পা আটকে গিয়ে থাকতে পারে, বলেন ওসি আনিচুর।

জাহাঙ্গীর আলমের ছেলে রাকিবুল হাসান ঢাকার ২৬৩/৩ লালবাগের একটি ভাড়া বাড়িতে থাকেন পরিবারের সঙ্গে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।