গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 02:05 PM
Updated : 24 Oct 2016, 02:05 PM

জাঙ্গালিয়া এলাকা থেকে রোববার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এরা হলেন উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুর আলী মোল্যা (৬০), একই ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন (৪৫), একই ইউনিয়নের দেবগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির মোল্যা (৪০)।

কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর জানান, দেবগ্রামের পাচু বালা কয়েকদিন আগে ১৭ শতাংশ জমি প্রতিবেশীর কাছে বিক্রি করেন। এ জমি বিক্রির টাকা থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই তিন ব্যক্তি।

“এক পর্যায়ে পাচু বালা ভয়ে তাদেরকে সাত হাজার টাকা চাঁদা দেন; কিন্তু এতে তারা সন্তুষ্ট না হয়ে আরও টাকা দাবি করেন এবং পাচু বালাকে নানা ধরনের হুমকি দেন।”

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে রোববার বিকালে পাচু বালা কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান ওসি।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়।