রাঙামাটির গণর্পূত প্রকৌশলী সুকোমল হাজতে

দুর্নীতির মামলায় গ্রেপ্তার রাঙামাটির গণর্পূত বিভাগের নিবার্হী প্রকৌশলী সুকোমল চাকমাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 01:12 PM
Updated : 19 Oct 2016, 01:34 PM

বুধবার রাঙামাটি অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলীর আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে।

আগামী ৬ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক এম এ আজিজ জানান।

মঙ্গলবার রাতে রাঙামাটি শহারের একটি শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। একইদিন বিকালে মামলার আরেক আসামি মিজানুর রহমানকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।

পরিদর্শক আজিজ জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সুকোমল চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হয়।

মামলার নথির বরাত দিয়ে দুদকের সমন্বিত জেলা রাঙামাটির পরিদর্শক মো. নিজাম উদ্দিন

জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গুলশান জোনে কর্মরত থাকা অবস্থায় ২০১৪ সালে একটি ছয় তলা ভবনের অনুমতি দেয় রাজউক। পরে নকশায় দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করে আসামিরা ওই ভবনের মালিককে লাভবান করিয়ে দেন।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করার পর সত্যতা পাওয়ায় মঙ্গলবার ঢাকার বনানী থানায় এ অভিযোগে দুই জনের বিরুদ্ধে দুদক একটি মামলা করে। আসামিরা হলেন মিজানুর রহমান ও সুকোমল চাকমা।

ওইদিন বিকালে ঢাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান উপপরিচালক শফিকুর।