শিশু হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় স্বামীর আগের পক্ষের শিশু সন্তান হত্যা মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2016, 12:32 PM
Updated : 18 Oct 2016, 12:32 PM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিরীন কবিতা আখতার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত মোছা. মৌসুমী খাতুন আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহা. শামসুজ্জোহা।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, প্রথম স্ত্রী রুমা খাতুনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর পাবনার ঈশ্বরদী উপজেলার রহমত চক গ্রামের মোহাম্মদ আলী ওরফে গুড্ডুর মেয়ে মৌসুমীকে (১৯) বিয়ে করেন জসিম উদ্দিন। প্রথম পক্ষে জসিমের এক বছর বয়সী এক মেয়ে ছিল।

“মৌসুমির সঙ্গে বিয়ের একমাস পর ২০১৪ সালের ৩ অক্টোবর জসিম উদ্দিনের বাড়ির চৌকির ওপর মেয়েটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার দিনই জসিমের মা নূরজাহান আলমডাঙ্গা থানায় মৌসুমিকে আসামি করে হত্যা মামলা করেন।”