নিষেধ অমান্য করে ইলিশ ধরায় মাদারীপুরে ৪ জেলের দণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার দায়ে মাদারীপুরের শিবচরে চার জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2016, 11:14 AM
Updated : 18 Oct 2016, 11:14 AM

মঙ্গলবার শিবচর সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযানের সময় আটক জেলেদের কাছ থেকে ২০ কেজি মা ইলিশ ও জাটকা জব্দ করা হয় বলে শিবচর থানার ওসি জাকির হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলামের নেতৃত্বে মৎস বিভাগ ও শিবচর থানা পুলিশের একটি দল চরজানাজাত ও কাঁঠালবাড়ি সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালায়।

“এ সময় ইলিশ ধরার অপরাধে চার জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।”

ওসি জানান, পরে তাদের কাছ থেকে উদ্ধার প্রায় তিন হাজার ৭০০ মিটার কারেন্ট জাল পোড়ানো ও

জব্দকৃত ইলিশগুলো স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।

ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।