তিন জেলায় ১৩ জেলেকে জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে তিন জেলায় ১৩ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2016, 03:02 PM
Updated : 15 Oct 2016, 04:01 PM

ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।

শনিবার ভোলা, পটুয়াখালী ও ঢাকায় ১৩ জেলেকে দণ্ড দেওয়ার খবর পাঠিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা:

ভোলায় ৫ জেলেকে দণ্ড

ভোলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, মনপুরায় মেঘনা নদী থেকে আটক ৫ জেলেকে এক মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর আগে শুক্রবার গভীর রাতে তাদের সদর উপজেলার ভোলার খাল থেকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা সদর উপজেলায় পূর্ব ইলিশা গ্রামের বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে ১৮ হাজার মিটার জাল ও ১৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ ও জাল নষ্ট করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা।

পটুয়াখালীতে ৪ জেলেকে দণ্ড

পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, বাউফল উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ৪ জেলেকে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ১০টার দিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ এ দণ্ডাদেশ দেন বলে তিনি জানান।

অভিযানের সময় তাদের কাছ থেকে আটক ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় বলেও তিনি জানান।

পদ্মা থেকে আটক ৪ জেলে

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমিন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দোহারের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ইলিশ শিকারে ব্যবহৃত ইঞ্জিনচালিত তিনটি ট্রলারও।

আটক ৪ জেলের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয় বলে তিনি জানান।