তিন পার্বত্য জেলায় হরতালের তারিখ পরিবর্তন

প্রাবারণা পূর্ণিমার কারণে তিন পার্বত্য জেলায় পূর্বঘোষিত হরতালের সময় পরিবর্তন করা হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 06:09 PM
Updated : 14 Oct 2016, 06:45 PM

আগামী রোববারের (১৬ অক্টোবর) পরিবর্তে বুধবার রাঙামাটি ও বান্দরবানে এবং বৃহস্পতিবার (২০ অক্টোবর) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা এ হরতাল পালন করা হবে বলে পার্বত্য গণপরিষদসহ পাঁচটি বাঙালি সংগঠন ঘোষণা দিয়েছে।

শুক্রবার রাতে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো পার্বত্য গণপরিষদের মহাসচিব আলম খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাসের প্রতিবাদ, খাগড়াছড়ির আলুটিলা পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদ ও বান্দরবানের পার্বত্য গণপরিষদ নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়। 

শুক্রবার ঢাকায় পার্বত্য গণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

একই দাবিতে পার্বত্য গণপরিষদসহ পাঁচ বাঙালি সংগঠনের ডাকে গত বৃহস্পতিবার এই তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।

গত ১ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ৮ অগাস্ট রাষ্ট্রপতির স্বাক্ষর হয় এবং পরদিন গেজেট প্রকাশ করা হয়।