বরিশালে ট্রাক শ্রমিকদের উপর হামলা, আহত ৫

বরিশালে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সমর্থকদের বিরুদ্ধে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 05:00 PM
Updated : 14 Oct 2016, 05:00 PM

শুক্রবার সন্ধ্যায় নগরীর বান্দরোড এলাকায় বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হামলায় সংগঠনটির সাধারণ সম্পাদকসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

এদের মধ্যে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ, লাইন সম্পাদক মো. মাসুম, সদস্য মন্টু হাওলাদার ও ইউনিয়ন কার্যালয়ের ক্লার্ক মাইনুল ইসলামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগের আসন্ন কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে তাদের সংগঠনের বর্ধিত সভার আয়োজন করা হয়।

“সন্ধ্যায় সভা চলাকালে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে হামলা চালায়।”

এ সময় হামলাকারীরা শ্রমিক ইউনিয়নের কার্যালয়েও ব্যাপক ভাংচুর চালায় বলে দাবি আলমগীর হোসেনের।

এ ব্যাপারে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লা বলেন, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের নিজেদের মধ্যেই কোন্দল রয়েছে। এর জের ধরে তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ বলেন, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে হামলাকারী কাউকে পাওয়া যায়নি।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।