বরিশালে ২০০ মৃৎশিল্পীকে সম্মাননা

বরিশালে দক্ষিণাঞ্চলীয় ২০০ মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2016, 11:42 AM
Updated : 8 Oct 2016, 11:42 AM

শনিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন অধ্যাপক নিসার হোসেন।

মৃৎশিল্পী সম্মাননা কমিটির সদস্য সচিব বাপ্পী মজুমদার জানান, অষ্টম মৃৎশিল্পী সম্মাননা অনুষ্ঠানে ৮৩ জন প্রধান শিল্পীর প্রত্যেককে ১১০০ টাকা এবং বাকি ১১৭ জন সহকারী শিল্পীকে ৬০০ টাকা করে নগদ সম্মাননা দেওয়া হয়েছে।

তাছাড়া ২৫ জনকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহার পক্ষ থেকে পটুয়াখালীর বাউফলের মৃৎশিল্পী বিশেশ্বর পালকে বিশেষ সম্মাননা হিসেবে নগদ ১০ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।