মেহেরপুর পৌরসভা নির্বাচন স্থগিত

সীমান্ত জটিলতার কারণে মেহেরপুর পৌরসভা নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2016, 12:00 PM
Updated : 7 Oct 2016, 12:01 PM

মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে।

“উচ্চ আদালতে সীমানা জটিলতা মামলা নিস্পত্তি না হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।”

এদিকে একই আদেশে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনও স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

গত ২৭ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৩১ অক্টোবর এ পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণায়  প্রার্থী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল, পথসভা ও বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে।

পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান রিটন বলেন, “গণতান্ত্রিক অধিকারহরণ করতে ষড়যন্ত্র করে মামলা দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে।

অবিলম্বে নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান তিনি।