ছিন্ন ভিন্ন জাতীয় পার্টিকে জোড়া লাগাচ্ছি: এরশাদ

ছিন্ন ভিন্ন হয়ে পড়া জাতীয় পার্টিকে জোড়া লাগানোর কাজ করছেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2016, 12:20 PM
Updated : 3 Oct 2016, 12:20 PM
সোমবার বিকালে রংপুরে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে ছিলাম। আমি ছয় বছর জেলে ছিলাম। আমার নেতা-কর্মীরা জেলে ছিল। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। পার্টি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পার্টিকে আবার জোড়া লাগাচ্ছি।”

দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন সাবেক এই সেনাশাসক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন উল্লেখ করে নির্বাচনের প্রস্তুতির জন্য দুই থেকে তিন বছর সময় লাগবে বলে জানান তিনি।

“এখনও দুই বছর সময় আছে। এজন্য আমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। কারণ রংপুর ও সিলেটের মানুষ আমাকে নতুন জীবন দিয়েছে।”

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি ফের সরকার গঠন করবে বলে মনে করেন এরশাদ।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশ না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বিকালে তিন দিনের সফরে তিনি রংপুর আসেন। স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।