জয়পুরহাটে হাসপাতাল এলাকায় শিশু ‘চুরি’

জয়পুরহাট শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিন মাস বয়সী এক শিশু চুরি হয়েছে বলে তার বাবা-মা জানিয়েছেন।  

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2016, 06:04 PM
Updated : 2 Oct 2016, 06:04 PM

‘পদ্মা ক্লিনিক’ এলাকায় রোববার এ ঘটনা ঘটে জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান।     

চুরি হওয়া শিশুটি নওগাঁর ধামইরহাট উপজেলার ভাটকুন্ডু গ্রামের বজলুর রশিদ ও জয়নব বেগমের মেয়ে।

থানায় অভিযোগ লিখছেন সদর থানার ওসি ফরিদ হোসেন

বজলুর রশিদ বলেন, দুপুরে তাদের তিন মাসের মেয়েকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

সেখানে এক অপরিচিত বোরকা পরিহিত এক মহিলা তাদেরকে বলেন, তার ভাই একজন বেসরকারি ক্লিনিকের চিকিৎসক। সেখানে বিনামূল্যে শিশিুটির চিকিৎসার ব্যবস্থা করানোর প্রতিশ্রুতি দেন বলে জানান বজলু।

তারপর ওই নারী শিশুটিকে মায়ের কাছ থেকে নিয়ে পদ্মা ক্লিনিকে নেওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায় বলে জানান বজলু।  

তিনি জানান, অনেক খোঁজাখুঁজি করেও শিশু কিংবা ওই নারীর কোনো খোঁজ না পেয়ে না পেয়ে বিকালে তারা থানায় অভিযোগ করেন।

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিশুটিকে উদ্ধারসহ প্রতারক মহিলা ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।