চুয়াডাঙ্গা রেলস্টেশনে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

চুয়াডাঙ্গা রেলস্টেশনে ব্যাগে ভরে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2016, 01:01 PM
Updated : 2 Oct 2016, 01:01 PM

রোববার দুপুরে স্টেশনে প্ল্যাটফর্মের উত্তর পাশের একটি চায়ের দোকানের পাশে ছেলেটিকে পাওয়া যায় বলে জানান চুয়াডাঙ্গা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন।

আনুমানিক দুই দিন বয়সী শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসআই মামুন বলেন, দুপুরে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছানোর আগে থেকে ওই চায়ের দোকানে তিন নারী ও এক পুরুষ বসে ছিলেন।

“স্টেশনে ট্রেন আসার পর যাত্রীদের ওঠানামার ভিড়ের মধ্যে তারা চলে যায়। ট্রেনটিও স্টেশন ছেড়ে চলে যাওয়ার পরপরই কান্নার আওয়াজ শুনতে পায় স্টেশনে থাকা লোকজন।

“পরে তারা চায়ের দোকানের পাশের বেঞ্চের নিচে একটি ব্যাগের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে টের পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ব্যাগ খুলে ভেতরে একটি ছেলে নবজাতক পায়।”

চায়ের দোকানে বসে থাকা তিন নারী ও এক পুরুষ বাচ্চাটিকে ব্যাগে করে কৌশলে রেখে  গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।