প্রধানমন্ত্রীকে ‘হত্যার উসকানি’: ইরাদের বিরুদ্ধে ঝালকাঠিতে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে সাবেক বিএনপি নেতা চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে ঝালকাঠিতে একটি মামলা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2016, 08:24 AM
Updated : 2 Oct 2016, 08:24 AM

রোববার ঝালকাঠি জেলা ও দায়রা জজ রমনী রঞ্জন চাকমার আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বনি আমীন বাকলাই।

এ মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ আহম্মদ সিদ্দিকী তার নিজের ফেইসবুক পাতায় এক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় উসকানি দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল বলেন, আদালত মামলাটি নথিভুক্ত করে সদর থানার পরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

একই অভিযোগে ইতিমধ্যে ঢাকা, গাজীপুর, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা হয়েছে।

মামলার বাদী বনি আমীন বাকলাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং দেশের সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববোধ ও দেশপ্রেম থেকে এ মামলাটি করেছি।”