মৌলভীবাজারে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের বড়লেখায় দিনে দুপুরে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 11:25 AM
Updated : 29 Sept 2016, 11:37 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাতু বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে বড়লেখা থানার ওসি শাহিদুল ইসলাম জানান।

নিহত আবুল হোসেন আলম (৩৭) উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার আলম সায়পুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

এ ঘটনায় স্থানীয়রা হামলাকারীর দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। এ আটক করা হয়েছে তার ছেলেকে।

বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ১১টার দিকে আবুল হোসেন আলম ইউনিয়ন পরিষদের আরেক সদস্য মাসুক আহমদকে নিয়ে মোটরসাইকেলে করে কুমারশাইল গ্রামে একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

“লাতু বিজিবি ক্যাম্প এলাকায় আগে থেকে ওঁৎপেতে থাকা কাজল আহমদ (৪৭) মোটরসাইকেলে ঢিল ছুড়ে তাকে রাস্তায় ফেলে দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।”

পরে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি বলেন, আবুল হোসেন আলমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা কাজল আহমদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেইসঙ্গে কাজলের ছেলে সাদিক আহমদকে আটক করা হয়েছে বলে জানান তিনি।