কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রলীগের সংঘর্ষ, হল ত্যাগের নির্দেশ

আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর দুটি আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 05:06 PM
Updated : 28 Sept 2016, 05:06 PM
বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসে এ ঘটনায় ছাত্রলীগকর্মী মনজরুল রানাসহ তিনজন জখম হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পরপরই ইন্সটিটিউট কর্তৃপক্ষ দুটি হল বন্ধ ঘোষণা করে রাত ১০টার মধ্যে আবাসিক ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে।

সংঘাত এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হলের ছাত্রদের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাহাবুদ্দিন চৌধুরী জানান, কয়েকদিন আগে লালন শাহ হলের ছাত্রলীগের কয়েকজন কর্মীকে মীর মশাররফ হোসেন হলের নেতাকর্মীরা মারধর করে। এনিয়ে উভয়পক্ষে উত্তেজনা চলছিল।

ওসি বলেন, এর জেরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে দুই হলের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হন। এক পর্যায়ে তারা লাঠিশোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা রাত ৯টার পর থেকে হল ছাড়তে শুরু করেছেন বলে জানান ওসি।