নারায়ণগঞ্জে মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে  

পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 01:09 PM
Updated : 28 Sept 2016, 01:09 PM
বুধবার সকালে পিচকামতাল গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হাকিম।

নিহত নুসরাত জাহান নুরী পিচকামতাল গ্রামের নাজমুল মিয়ার মেয়ে।  

এ ঘটনায় নুরীর মা মুসলিমা আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে নাজমুল পলাতক রয়েছেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই আব্দুল হাকিম।

এলাকাবাসীর বরাত এসআই হাকিম জানান, আট বছর আগে উপজেলার পিচকামতাল গ্রামের শাহজালাল মিয়ার ছেলে নাজমুল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আলী মিয়া মুন্সীর মেয়ে মুসলিমা আক্তারের বিয়ে হয়। তাদের দুই মেয়ে নুরতাজ (৫) ও নুসরাত জাহান নুরী (১৪ মাস)।

মামলায় অভিযোগ করা হয়, ছোট মেয়ের জন্মের পর থেকে নাজমুল অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে তাদের পরিবারে কলহ শুরু হয়।  

সম্প্রতি নাজমুল গোপনে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় বিয়ে করে সেখানে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ওই খবর পেয়ে প্রথম স্ত্রী মুসলিমা আক্তার তার দুই মেয়েকে নিয়ে মঙ্গলবার বরপা থেকে নাজমুলকে বাড়ি নিয়ে আসেন বলে মামলায় বলা হয়।

অভিযোগে দাবি করা হয়, রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও ঝগড়া হয়। ভোর ৫টার দিকে নাজমুল স্ত্রীকে মারধর করে ঘুমন্ত নুরসাত জাহান নুরীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

মামলা দায়েরের কথা নিশ্চিত করেছে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, নাজমুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।