প্রধানমন্ত্রীকে ‘হত্যায় উসকানি’: চৌধুরী ইরাদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে সাবেক বিএনপি নেতা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 12:16 PM
Updated : 28 Sept 2016, 12:16 PM

গাজীপুরের কালিয়াকৈর থানায় মঙ্গলবার মামলাটি দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ আহম্মদ সিদ্দিকী তার নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় উসকানি দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার বাদী আব্দুর রশিদ বলেন, একজন মুক্তিযুদ্ধা এবং সচেতন নাগরিক হিসেবে কালিযাকৈর থানায় মামলা করেছি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ইরাদের বিতর্কিত মন্তব্যের জের ধরে ২০০৯ সালের ১৭ মার্চ দলটির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীরকে দল থেকে বের করে দেওয়া হয়।