মাদারীপুরে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

মাদারীপুরে শিবচরে মোবাইল চুরির অভিযোগ তুলে কিশোরকে শিকলে বেঁেধে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 03:03 PM
Updated : 27 Sept 2016, 05:52 AM

ওই কিশোরের মা রোববার রাতেই চার জনকে আসামি করে মামলা করেন বলে জানিয়েছেন শিবচর থানার ওসি জাকির হোসেন।

মামলায় উপজেলার বেপারীকান্দা গ্রামের কামরুল বেপারীসহ চারজনকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, ওই কিশোরকে নির্যাতনের ঘটনায় রাতেই কামরুলকে আটক করা হয়। মামলার পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো জয়েছে।

আর নির্যাতিত ওই কিশোরকে পুলিশ প্রহরায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক সাঈদ আহমেদ বলেন, ওই কিশোরকে রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সারা গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

ওই কিশোরের মা বলেন, “ডাক্তার আমার ছেলেকে উন্নত চিকিৎসার কথা বলেছেন। কিন্তু আমরা চিকিৎসার টাকা কোথায় পাব?”

শিবচরের কাদিরপুর ইউনিয়নের পাশের শরীয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর পশ্চিম কাজীকান্দি গ্রামের ওই কিশোর এলাকার কেবল টিভি অপারেটরের হয়ে কাজ করে।

ঈদের আগে সে কামরুল বেপারীর ঘরে কেবল মেরামতের কাজ করে। তখন কামরুলের দুটি মোবাইল সেট খোয়া যায় বলে অভিযোগ।

এ ঘটনায় শনিবার দুপুরে কামরুল লাইনের কাজ করার কথা বলে ছেলেটি বাড়িতে ডেকে নিয়ে চুরি অভিযোগ তুলে মারধর করে। এরপর তাকে একটি ঘরে হাত-পায়ে ও গলায় শিকল বেঁধে দুইদিন আটকে রেখে নির্যাতন করে। পরে খবর পেয়ে রোববার সন্ধ্যায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।