বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ৩ জেএসএস রিমান্ডে

সাবেক সেনা সার্জেন্ট মুকুল কান্তি চাকমা অপহরণ মামলায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। এদের মধ্যে তিনজন হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য।

রাঙামাটি  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 09:59 AM
Updated : 25 Sept 2016, 11:49 AM

রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলী রোববার এ আদেশ দেন।

এরা হলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমা, সভাপতি প্রভাত কুমার চাকমা, সহ-সাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা ও বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য অজয় চাকমা।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহীদুল্লাহ জানান, পুলিশ বড়ঋষি চাকমাসহ চার আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক সব আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ মে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল কান্তি চাকমা অপহৃত হন।

ঘটনার এক মাস পর গত ৭ জুলাই অপহৃত মুকুলের বড় মেয়ে নমিশা চাকমা বাঘাইছড়ি থানায় আটক চারজনসহ নয়জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

ওই মামলায় এ চার আসামি হাই কোর্ট থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে গত মঙ্গলবার ওই মামলায় হাজিরা দিয়ে জামিন আবেদন করেন আসামিরা। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।