মৌলভীবাজারে যুবসংহতির সম্মেলন বন্ধে ১৪৪ ধারা জারি

মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জাতীয় যুবসংহতির সম্মেলনকে ঘিরে ‘সংঘাতে’ আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 05:53 AM
Updated : 25 Sept 2016, 05:53 AM
একইসঙ্গে ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জনমিলন কেন্দ্রসহ জেলার কোথাও জাতীয় যুব সংহতির সম্মেলন না করারও আদেশ দেওয়া হয়।  

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক আহমদ রোববার পৌর জনমিলন কেন্দ্র এলাকায় এ আদেশ জারি করেন।

মৌলভীবাজার থানার ওসি অকিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৌলভীবাজার শহরের কোর্ট রোডের পৌর জনমিলন কেন্দ্রে রোববার জাতীয় যুব সংহতির জেলা সম্মেলন করার কথা ছিল।  

“এদিকে কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক আশরাফ উদ্দিন হিরো এই সম্মেলন ‘নিয়মতান্ত্রিকভাবে’ আয়োজন হয়নি এবং এতে ‘সংঘাতের আশঙ্কা’ রয়েছে জানিয়ে জেলা প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।”

এর প্রেক্ষিতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে, বলেন ওসি।

ওসি আরও জানান, এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার সকালে জেলা যুবসংহতির নেতা বেলায়েত আলী খান জুয়েল ও বদ্রুল হাসান জোসেফকে চিঠি পাঠানো হয়েছে, যাতে বলা ছিল আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জনমিলন কেন্দ্রসহ জেলার কোথাও জাতীয় যুব সংহতির সম্মেলন করা যাবে না।