নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা তদন্তে ২ কমিটি

নারায়ণগঞ্জের বন্দরে চরধলেশ্বরী নদীর শাখা খালে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিন জনের মৃত্যুর ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2016, 11:17 AM
Updated : 21 Sept 2016, 11:17 AM

এই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে বন্দর থানায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি পৃথক এই দুটি তদন্ত কমিটি গঠন করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

কমিটির অপর সদস্যরা হলেন- বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব ও প্রকৌশলী রাজিব উল্লাহ।

জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।

তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রাব্বি মিয়া।

পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁও জোনের ডিজিএম গোলাম মোস্তফাকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন এজিএম (অপারেশন অ্যান্ড ম্যান্টেইন্যান্স) আহসান কবির।

কমিটিকে এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও রাব্বি মিয়া নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার শুভকরদি এলাকায় চরধলেশ্বরী নদীর শাখা খালে গোসল করতে দিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে তৃষ্ণা রাণী ঘোষ, তার মেয়ে শায়ন্তণী রাণী ঘোষ এবং সৌদি আরব প্রবাসী মাসুদের মৃত্যু হয়।

এই ঘটনায় পুলিশের এক এএসআইসহ দুই জন আহত হয়েছেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পল্লী বিদ্যুতের বন্দর জোনের ডিজিএম জাকির হোসেন, এজিএম আব্দুস সালামসহ পাঁচ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।