কাশিয়ানীতে সংঘর্ষে আহত ১০, স্কুলে ভাংচুর

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কথা কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনাও ঘটে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2016, 08:56 AM
Updated : 13 Sept 2016, 08:56 AM

মঙ্গলবার ঈদের সকালে সীতারামপুর গ্রামে এ সংঘর্ষ হয়।  

আহত নুরুল হক সিকদার (৬০), দুলাল মোল্যা (৫০), ঠান্ডু মোল্যা (৪৫), হাসান মোল্যা (৪২), ইকরাম সিকদার (৪২), মাফিজুর ইসলাম (৪০), হাবু মোল্যা (৪০) ও পিল্টন সিকদারকে (৩৫) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানিয়েছেন, সোমবার বিকালে সীতারামপুর গ্রামের ইনামুল হক সিকদারের ছেলে সাজ্জাদ সিকদারের সঙ্গে একই গ্রামে ইকরাম সিকদারের ছেলে তরিকুল ইসলামের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।  

স্থানীয়রা জানান, এর জেরে সকাল ৭টার দিকে দুপক্ষের লোকজন লাঠিসোটা, ঢাল, সড়কি, বল্লম, টেটা ও রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 

এ সময় সীতারামপুর নতুন বাজার এলাকায় আব্দুল কাইয়ূম মোল্যা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে ভাংচুর চালানো হয় বলে জানান তারা।

কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।