মহেশখালীতে পুলিশের সঙ্গে গোলাগুলি, আহত ‘ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে ডাকাত দলের সঙ্গে গোলাগুলির পর গুলিবিদ্ধ একজনকে গ্রেপ্তার করার খবর দিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2016, 04:47 AM
Updated : 12 Sept 2016, 04:47 AM

রোববার রাতে উপজেলার চলিয়াতলী-মাতারবাড়ী সড়কের চিতাখোলা এলাকায় এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন।

গুলিবিদ্ধ কবির আহমদ (৩০) কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা দরগাহ ঘোনা এলাকার আব্দুল মোনাফের ছেলে।

তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র ও অপহরণের অভিযোগে মহেশখালী থানায় চারটি মামলা রয়েছে বলে জানান এসআই।

আহতরা হলেন কনস্টেবল মোহাম্মদ পাভেজ ও মোহাম্মদ রিদুয়ান। সবাইকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই বোরহান বলেন, স্থানীয়দের কাছ থেকে ওই সড়কের চিতাখোলা এলাকায় ডাকাত দলের অবস্থান এবং ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা গুলি ছুঁড়ে।

“পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কবিরকে গ্রেপ্তার করা হয়।”

ঘটনাস্থল থেকে একটি লাইটার গান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।