বৃহস্পতিবারবরিশাল নগরীর রূপাতলীতে র্যাব-৮ এর সদরদপ্তরে এক অনুষ্ঠানে ‘জলদস্যু’ শান্ত ও আলমবাহিনীর ১৪ সদস্য আত্মসমর্পণ করেন।
এদেরমধ্যে রয়েছেন শান্ত বাহিনীর প্রধান আব্দুল বারেক তালুকদার শান্ত (৪৮), মনিরহাওলাদার (৪৫), দুলাল মোল্লা ভাণ্ডারি (৪০), ফরিদ হাওলাদার (২৬), আনিছুর রহমানমোল্লা (৩৫), বশির আহমেদ শেখ (৪৭), ফরিদ গাজী (৩৮), মোস্তফা শেখ (৪৬), নুরুল ইসলাম(৪৪) ও খোরশেদ শেখ (৫২) এবং আলম বাহিনীর প্রধান আলম সরদার (৩৪), হালিম গাজী (২৬),আবু বক্কর সিদ্দিক (২৭) ও আছাদুজ্জামান (১৮)।
স্বরাষ্ট্রমন্ত্রীবলেন, কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের আইনি সহায়তা দেওয়া হবে। দেওয়া হবেস্বাভাবিক জীবনের নিশ্চয়তা।
দস্যুদেরপাশাপাশি জঙ্গিদেরও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।
এরআগে গত মে ও জুলাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে সুন্দরবনের জলদস্যুমাস্টার বাহিনী এবং বনদস্যু মজনু ও ইলিয়াস বাহিনী আত্মসমর্পণ করে।