বান্দরবানে ২ যুবককে কুপিয়ে হত্যা

বান্দরবানের রোয়াংছড়িতে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, যারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে একজন ইউপি চেয়ারম‌্যান জানিয়েছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2016, 04:50 AM
Updated : 7 Sept 2016, 05:10 AM

নিহতরা হলেন লামা উপজেলার উক্যহ্লা মারমা (৩২) ও আপ্রুমং মারমা (২৫)।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার আলিখ্যং ইউনিয়নের অঙ্গ্যাপাড়া এলাকায় তাদের খুন করা হয় বলে রোয়াংছড়ি থানার ওসি ওমর আলী জানান।

আলিখ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গা বলছেন, নিহত দুজনেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ছিলেন।

“মঙ্গলবার রাতে আঙ্গ্যা পাড়ার কারবারির ছেলে থোয়াইচিংমং মারমা উক্যহ্লা ও আপ্রুমংকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”

থোয়াইচিংমং স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তবে তার সঙ্গে নিহতদের কোনো বিরোধ ছিল কি না- জানাতে পারেননি বিশ্বনাথ।

এ ঘটনায় থোয়াইচিংমং মারমাকে আসামি করে নিহত উক্যহ্লার স্ত্রী মেনুচিং মারমা রোয়াংছড়ি থানায় একটি হত‌্যা মামলা দায়ের করেছেন।

ওসি ওমর জানান, সকালে খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপতালে পাঠিয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন‌্য অভিযান চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিহতরা জনসংহতি সমিতির সদস্য ছিলেন বলে শুনেছি, তবে নিশ্চিত করা যায়নি।”

সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে টহল দিচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।