নীলফামারীতে দুর্ঘটনায় ছাত্র নিহত, অবরোধ বিক্ষোভ

নীলফামারীতে দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার একদিন পর আধঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সহপাঠীরা।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2016, 02:28 PM
Updated : 5 Sept 2016, 02:29 PM

সোমবার পলাশবাড়ি পরমশমণি দ্বি-মুখী বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিদ্যালয়ের সামনে নীলফামারী-ডোমার সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

রোববার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পলাশবাড়ি শুকানদিঘি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনুকুল চন্দ্র রায় নিহত হয়।

সে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কিষামত ভুটিয়ান গ্রামের চিত্ত রঞ্জন রায়ের ছেলে।

দুর্ঘটনায় আহত একই গ্রামের অলক কান্তি রায়ের ছেলে রতন কুমার রায়কে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ি পরশমণি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী বলেন, অনুকুল চন্দ্র রায়ের মৃত্যুতে সোমবার বিদ্যালয়ে শোক ঘোষণা করে বেলা সাড়ে ১১টায় নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বেলা ১টার দিকে আধঘণ্টা বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বলে জানান তিনি।

নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার বলেন, এ ঘটনায় নিহত অনুকুল চন্দ্র রায়ের বাবা চিত্তরঞ্জন রায় বাদী হয়ে সোমবার সকালে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পিকআপভ্যান ও তার চালক চালক আতাউর রহমানকে আটক করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।