ফেন্সিডিল রাখার দায়ে নারীর যাবজ্জীবন

নিজ হেফাজতে ফেন্সিডিল রাখার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 04:02 PM
Updated : 4 Sept 2016, 04:03 PM

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাভোগ করতে হবে।

রোববার বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম দাণ্ডিতের অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত ফারজানা আক্তার (৩০) বরিশাল নগরীর গগনগলি এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১ অগাস্ট আসামির বাসায় অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

ওই সময় ফেন্সিডিল রাখার অভিযোগে ফারজানাকে আটক করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী ফিরোজ আহম্মেদ জানান, ওই ঘটনায় ওইদিনই ফারজানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন এসআই মহিউদ্দিন শেখ।

ওই বছরের ৭ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা।

১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছে আদালত।