ট্রাকের ধাক্কায় ছেলে-মেয়েসহ মা নিহত

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় অটোবাইকের যাত্রী এক গৃহবধূ, তার ছেলে ও মেয়ে নিহত হয়েছেন, আহত হন চালকসহ আরও তিন জন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2016, 02:32 PM
Updated : 2 Sept 2016, 03:51 PM

শুক্রবার বিকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল চারমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল গফুরের স্ত্রী আনজুয়ারা বেগম আনজু (৪৫), তার মেয়ে শারমিন বেগম (১৪) ও ছেলে আহাদ আলী (১১)। তাদের সবার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়া পাড়া গ্রামে।

আহতদের পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।  

সদর থানার ওসি মমিনুল ইসলাম মমিন জানান, অটোবাইকে করে নুনিয়াপাড়া গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন।

“চারমাইল এলাকায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী পাথর বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোবাইকের তিন যাত্রী নিহত হন। আহত হন অটোবাইক চালক রশিদুলসহ ৩ জন।”

ওসি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতদের দূর সম্পর্কের আত্মীয় মাদ্রাসা শিক্ষক তজমল হক জানান, পঞ্চগড় শহরে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে তারা বাড়ি ফিরছিলেন।