মহেশখালীতে জামায়াত নেতা গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 02:40 PM
Updated : 29 August 2016, 02:40 PM

সোমবার উপজেলার শাপলাপুর বাজার থেকে মাওলানা এনামুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয় বলে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন জানান।

এনামুল হক মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সাইটমারা এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর রোকন ও শাপলাপুর ইউনিয়নের সাবেক আমির।

এসআই বোরহান উদ্দিন বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার দিন মহেশখালীতে জামায়াত ভাংচুর ও বিশৃংখলা সৃষ্টি করে।

“এ ঘটনায় পুলিশ মহেশখালী থানায় মামলা দায়ের করে। গ্রেপ্তার এনামুল হক ওই মামলার এজারহারভূক্ত আসামি।”

তিনি বলেন, এনামুল হক দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার দুপুরে শাপলাপুর বাজার এলাকায় কয়েকজন জামায়াত ক্যাডার অবস্থান করছে খবরে পুলিশ অভিযান চালায়। ওই সময় এনামুলকে গ্রেপ্তার করলে উপস্থিত জামায়াত ক্যাডাররা পুলিশকে অবরুদ্ধ করে রাখে।

“পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গেলে জামায়াত ক্যাডাররা পালিয়ে যায়।”