পটুয়াখালীতে দুর্গা প্রতিমা ভাঙচুর

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি দুর্গা মন্দিরে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে গড়া প্রতিমা ভেঙে ফেলেছে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 10:16 AM
Updated : 29 August 2016, 10:17 AM

এছাড়া পূজা করতে নিষেধ করে একটি চিঠিও রেখে যায় তারা।

রোববার গভীর রাতে কোনো এক সময় মদনপুরা ইউনিয়নের পালপাড়া গ্রামে ‘সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির’-এ এ ঘটনা ঘটেছে।

পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজা পরিচালনা কমিটির সভাপতি বরুন পাল সাংবাদিকদের জানান, রাত ১২টা পর্যন্ত প্রতিমা গড়ার কারিগর কাজ করে ঘুমাতে যান। সকালে প্রতিমা ভাঙা দেখে থানায় খবর দেওয়া হয়।

তিনি বলেন, অজ্ঞাত ব্যক্তিরা দুর্গা প্রতিমার বাম হাত, লক্ষ্মীর দুই হাত, সরস্বতীর ডান হাত, হাঁস, মহিষ, সিংহের মুখ ও কান, অসুরের মাথা ও দুই হাত ভেঙে ফেলে।

“তারা প্রতিমার গায়ে গোবর ছিটিয়ে দেয় এবং হাতে লেখা দুই পৃষ্ঠার একটি চিঠি রেখে যায়। চিঠিতে পূজা করতে নিষেধসহ বিভিন্ন আপত্তিকর কথা লেখা রয়েছে।”

বাউফল থানার ওসি আযম খান ফরুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে একদল পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে পুলিশ পাহারা বসানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান ঘটনাস্থল পরিদর্শন করে ভক্তদের আশ্বস্ত করেছেন।

নির্বিঘ্নে পূজা উদযপিন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে বলে নিশ্চিত করেন ইউএনও।