ফরিদপুরে পদ্মার তীররক্ষা বাঁধে ধস

ফরিদপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৪৫ মিটার ধসে পড়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 11:13 AM
Updated : 28 August 2016, 11:13 AM

রোববার সকালে সদর উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় এই ধসের ঘটনা ঘটে।

চলতি বর্ষা মৌসুমে এই নিয়ে তীর সংরক্ষণ বাঁধের দুই অংশের মোট ৮৫ মিটার সিসি ব্লক ধসে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় রাবেয়া বেগম ও সিরাজুল ইসলাম জানান, শনিবার মধ্যেরাতে বাঁধের ওই অংশে ফাটল ধরে, সকালের দিকে বিকট শব্দে সিসি ব্লকগুলো নদীতে ধসে পড়ে।

ঠিকমতো মেরামত না করা হলে তাদের বাড়িঘর হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, “নদীর তীব্র স্রোতের কারণে বাঁধটিতে ধসের ঘটনা ঘটেছে। আমরা আজ (রোববার)সন্ধ্যা থেকেই বালুবোঝাই জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করব।”

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, তীর সংরক্ষণ বাঁধের নির্মাণ কাজ পাঁচ বছর আগে শেষ হলেও এখনও কোনো সংস্কার কাজ হয়নি। এই কারণেই বাঁধটি দুর্বল হয়ে পড়েছে।

“আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। প্রয়োজনীয় অর্থ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুর সদর উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুজ্জামান মিলন পাল বলেন, গত কয়েক বছর ধরেই পদ্মার তীর সংরক্ষণ বাঁধে বিভিন্ন স্থানে ধসে যাচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।