ঠাকুরগাঁওয়ে ২ নারীকে মারধরের অভিযোগে এসআই প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গৃহবধূ ও তার তরুণী মেয়েকে মারধরের অভিযোগে এক এসআইকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 06:52 PM
Updated : 27 August 2016, 06:52 PM

শনিবার বিকালে এসআই আজগর আলীকে প্রত্যাহার করা হয় বলে জানান পুলিশ সুপার ফারহাত আহমেদ।

গৃহবধূর স্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে তিনি, তার স্ত্রী (৪০) ও তাদের মেয়ে (২৫) রাণীশংকৈল থানার সামনে একটি হোটেলে খাওয়া-দাওয়া করেন।

বিল পরিশোধের সময় হোটেলের ব্যবস্থাপকের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। এ সময় এসআই আজগর সেখানে গেলে তার সঙ্গেও তার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে এসআই আজগর ওই গৃহবধূ ও তার মেয়েকে মারধর করেন বলে অভিযোগ।

পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই আজগর আলীর বিরুদ্ধে গৃহবধূ ও তার মেয়েকে মারধরের একটি অভিযোগে এসেছে।

“সুষ্ঠু তদন্তের জন্য এসআইকে প্রত্যাহার করে ঠাকুরগাঁও পুলিশ লাইনে নেওয়া হয়েছে।”