নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে আরও একজনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হল।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 03:50 PM
Updated : 27 August 2016, 03:50 PM

শনিবার সকালে মোসাহাব আলী (৬০) মারা যান বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মারুফুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়া গ্রামে রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দগ্ধ মোসাহাব আলী শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ঘটনায় হাসপাতালের বার্ন ইউনিটে এখনও আরও আটজন চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।

রোববার রাত ৮টার দিকে গাড়া গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিপ্লব মিয়ার বাড়িতে আগুন লাগে। সে সময় ঘটনাস্থলে একজন এবং পরে আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।