বাবা-মায়ের পাশেই শায়িত হলেন মুহিতুল

বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী আ ফ ম মুহিতুল ইসলাম।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 01:25 PM
Updated : 26 August 2016, 01:25 PM

শুক্রবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় বলে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মুহিতুল ইসলামের মৃত্যু হয়।

৬৩ বছর বয়সী মুহিতুল কিডনির সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় তার রিসিপশনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের সময় তিনি ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতেই ছিলেন। তার পৈত্রিক বাড়ি মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামে।

শহিদুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়। 

এর আগে তার কফিনে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি শেখ আফিল উদ্দিন, মনিরুল ইসলাম, তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, মণিরামপুর পৌরসভার মেয়র মাহমুদুল হাসান, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।