ধর্মঘটের মধ্যে চাঁদপুর থেকে ছেড়েছে ৪ লঞ্চ

নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যে দ্বিতীয় দিন চাঁদপুরের ঘাট থেকে চারিটি লঞ্চ ছাড়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 10:58 AM
Updated : 24 August 2016, 10:58 AM

বুধবার সকাল সোয়া ৭টা থেকে বেলা ১২টার মধ্যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে রওনা হয় বলে চাঁদপুর লঞ্চঘাটের মালিক প্রতিনিধি রহুল আমিন জানান।

সকাল ৭টা ২০ মিনিটে এমভি সোনরতরী-২, ৮টায় এমভি মহিমা, ৯টা ৪০ মিনিটে এমভি জলতরঙ্গ এবং দুপুর ১২টায় এমভি প্রিন্স অব রাসেলকে ছেড়ে যায় বলে জানান তিনি।  

রহুল আমিন বলেন, “শ্রমিকরা তাদের দাবি আদায়ে ধর্মঘটের ডাক দিলেও আমরা যেসব লঞ্চের প্রতিনিধিত্ব করি, সেসব লঞ্চের মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা দিয়ে আসছি। সে কারণে আমাদের লঞ্চগুলো জনসাধারণের সুবিধার্থে ছেড়ে যাচ্ছে।”

যাত্রী নিয়ে চারটি লঞ্চ চলাচল করলেও ধর্মঘটের ঘোষণা অব্যাহত থাকায় যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল।  

মাসিক ন্যূনতম ১০ হাজার টাকা মজুরিসহ চার দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে আসছে নৌশ্রমিক সংগ্রাম পরিষদ।

চাঁদপুরের পাশাপাশি সকালে রাজধানীর সদরঘাট থেকেও ছেড়ে গেছে যাত্রীবাহী লঞ্চ।এছাড়া প্রথম দিন বিকালে ও রাতে এ ঘাট থেকে বেশ কিছু লঞ্চ ছেড়ে যায়।

এ ব্যাপারে নৌ-যান শ্রমিক লীগ নেতা বিপ্লব সরকার বলেন, “যেসব লঞ্চ ছেড়ে যাচ্ছে, সেগুলোর শ্রমিকরা হয়ত তাদের দাবি পূরণের আশ্বাস পেয়েছেন।”

তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি।