নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু: তদন্তে কমিটি

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 01:49 PM
Updated : 22 August 2016, 04:37 PM

সোমবার নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মোকসেমুল হাকিম এ কথা জানান।

রোববার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খামাড়গাড়া গ্রামে ঝড়ে ছিড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হন, আহত হন নারীসহ অন্তত ১১ জন।

মোকসেমুল হাকিম  বলেন, “ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতি নীলফামারীর মহা-ব্যবস্থাপক ইনসের আলী, টেপারহাট অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ফারুক আহমেদ ও লাইনম্যান রুবেল হোসেনক সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

ঘটনাটি তদন্তে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক মতিউর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে মহাব্যবস্থাপক ইনসের আলীকে প্রধান করে করা তদন্ত কমিটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।