সংস্কৃতিমন্ত্রীর গাড়িবহরে হামলা: জামায়াত নেতা গ্রেপ্তার

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মী হত্যামামলার ‘অন্যতম’ এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 08:17 AM
Updated : 22 August 2016, 08:36 AM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত নেতা আবু হেলালকে জেলা শহরের আনন্দ বাবুর পুল থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান নীলফামারী থানার ওসি বাবুল আকতার।

২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার রামগঞ্জ বাজারে মন্ত্রীর গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে হত্যা করা হয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা হয়।

“হামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মী মারা যান। এ ঘটনায় হত্যামামলার অন্যতম আসামি আবু হেলাল।”

জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা জামায়াতের সাবেক আমির হেলাল বর্তমানে চাঁদেরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বলে জানান ওসি।

তিনি বলেন, আদালতে হেলালের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। হেলালের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।

দুপুরে হেলালকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি বাবুল।