নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ে ছিড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন নারীসহ অন্তত ১১ জন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 05:45 PM
Updated : 22 August 2016, 01:35 PM

রোববার রাত ৮টার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খামাড়গাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ থানার ওসি মোহাম্মদ বজুলুর রশীদ জানান।

নিহত সাজেদুল ইসলাম (৩০) ও তরিকুল ইসলামের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আহতদের মধ্যে বিপ্লব হোসেন (৩০), নাইম (২০), তাহেরা বেগম (৪৫), আরিফুল ইসলাম (২৩), শাহরিয়ার রহমান (২৭), বাবু (৩০), রত্না বেগম (২২), মনাব উদ্দিনসহ (৫০) অন্যদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

ওসি রশীদ বলেন, রাতে ঝড়ে পল্লী বিদ্যুতের একটি তার ছিড়ে সাজেদুল বাড়ির টিনের চালে পড়ে আগুন ধরে যায়। এ আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদুল ঘটনাস্থলে মারা যান।

“রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তরিকুল।”

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেদওয়ানুজ্জামান বলেন, এলাকাবাসীদের কাছে খবর পেয়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার পর সাজেদুলের ঘরে লাগা আগুন নিভানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়।