আদালত থেকে আসামির পলায়ন, ২ কনস্টেবল বরখাস্ত

শরীয়তপুরে আদালত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 09:45 AM
Updated : 18 August 2016, 09:45 AM

দায়িত্বে অবহেলার অভিযোগে বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

এরা হলেন আদালতে দায়িত্বরত কনস্টেবল ফজলুর রহমান ও সাজেদুর রহমান।

এ দিকে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পলাতক আসামি আ. সামাদ মাদবরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ সুপার জানান, মাদক মামলার আসামি সামাদসহ তিনজনকে কারাগার থেকে আদালতে নিয়ে আসেন কনস্টেবল ফজলুল হক ও সাজেদুর রহমান । পরে কাঠগড়ায় ওঠানোর সময় সামাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।

এ ঘটনায় সামাদকে আসামি করে আদালত পুলিশের হাবিলদার বশির আহম্মেদ বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলাও করেছেন।

পালং মডেল থানার ওসি খলিলুর রহমান বলেন, ২৪ ঘণ্টা চেষ্টা করেও তাকে গ্রেপ্তার সম্ভব হয়নি।গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।