কুমিল্লায় পূর্ণ জিপিএতে এগিয়ে ছেলেরা

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরা। 

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 07:05 AM
Updated : 18 August 2016, 10:42 AM

বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, নোয়াখালী, ফেনী, চাদঁপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ৩৪৩টি কলেজ থেকে এক লাখ আট হাজার ৩৭৩ জন পরীক্ষা দিয়েছেন। পাস করেছেন ৬৯ হাজার ৮৯৫ জন। পাসের হার ৬৪  দশমিক ৪৯ শতাংশ।

মেয়েদের মধ্যে পাস করেছেন ৩৫ হাজার ৮৯৯ জন। পাসের হার ৬৪ দশমিক ৯৭ শতাংশ

অন্যদিকে ছেলেদের মধ্যে পাস করেছেন ৩৩ হাজার ৯৯৬ জন।পাসের হার ৬৪ দশমিক ০০ শতাংশ।

কুমিল্লা বোর্ডে এবার পূর্নাঙ্গ জিপিএ পেয়েছেন এক হাজার ৯১২ জন। এর মধ্যে মেয়ে ৯৪৪ জন আর ছেলে ৯৬৮ জন।

এ বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ২৭ শতাংশ ও আর মেয়েদের ৮২ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া মানবিক বিভাগে ৫২ দশমিক ৭২ শতাংশ ছেলে ও ৫৫ দশকি ৮৭ শতাংশ মেয়ে এবং বাণিজ্য বিভাগে ৬৫ দশমিক ১২ শতাংশ ছেলে ও ৭১ দিশমিক ৮৫ শতাংশ মেয়ে পাস করেছেন।

যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন সেগুলো হলো- কুমিল্লা ক্যাডেট কলেজ, বুড়িচং সোনার বাংলা কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, চাঁদপুরের ড. মনসুর উদ্দিন কলেজ, হাজীগঞ্জ কমার্স কলেজ, কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজ, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল কলেজ, বরুড়া ছোট তুলাগাওঁ মহিলা কলেজ (৭৪)।