পিরোজপুরে পানির ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

পিরোজপুর পৌর এলাকায় পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2016, 06:32 AM
Updated : 13 August 2016, 06:51 AM

শনিবার সকালে শহরতলীর কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পৌর এলাকার আলম মোল্লার ছেলে শামীম মোল্লা (৩০) ও  মন্নাফ হাওলাদারের ছেলে আবুদল আলীম হাওলাদার (২৫)।

আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিরোজপুর পিটিআই সংলগ্ন শামসু কোম্পানি বাড়িতে ওই দুই শ্রমিক কাজ করছিলেন। বাড়িতে নতুন নির্মিত একটি পানির ট্যাংকের ছাদ ঢালাইয়ে ব্যবহৃত বাঁশ ও কাঠ খুলতে নামেন শামীম ও আলীম।

“বেশ কিছুক্ষণ হয়ে গেলেও তারা না ওঠায় তাদের সঙ্গে থাকা ১০/১২ বছরের এক শিশু আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।

“এরপর লোকজন জড়ো হয়ে অন্ধকার ট্যাংকে টর্চের আলো ফেলে তাদের পড়ে থাকতে দেখে এবং পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান আলম মোল্লা।

পিরোজপুর সদর হাসপাতালের ডা. ননী গোপাল রায় বলেন, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।