নীলফামারীতে মাদক উদ্ধার, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

নীলফামারী সদরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। ওই সময় এক ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 01:05 PM
Updated : 12 August 2016, 01:05 PM

বৃহস্পতিবার রাতে পলাশবাড়ি ইউনিয়নের তরুণীবাড়ি গ্রামের পুকুরপাড়া মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকালে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গ্রেপ্তাররা হলেন- ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মজিবুল ইসলাম (৩৫), সদরের পলাশবাড়ি ইউনিয়নের তরুণীবাড়ি গ্রামের নূর আলী (২৭) ও একই গ্রামের রমেশ চন্দ্র রায় (৫৫)।

নীলফামারী ডিবি পুলিশের এসআই আব্দুস সুবাহান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

“হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

এসআই সুবাহান বলেন, গ্রেপ্তারদের মধ্যে ইউপি সদস্য মজিবুল ইসলামের কাছে ১৫টি ইয়াবা, রমেশ চন্দ্র রায়ের কাছে ৪৪ পুড়িয়া গাঁজা ও নূর আলীর কাছে পাঁচ গ্রাম ওজনের ২০ পুড়িয়া হেরোইন পাওয়া যায়।

নীলফামারী ডিবি পুলিশের ওসি বাবুল আখতার বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।