মাদারীপুরে ১৯ দোকানে আগুন

মাদারীপুরের রাজৈর উপজেলায় আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন একজন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 03:41 AM
Updated : 9 August 2016, 03:41 AM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরে এ ঘটনা ঘটে বলে জানান রাজৈর থানার ওসি মো. কামরুল হাসান।

আগুনে স্থানীয় একটি ছাতা ফ্যাক্টরির মালিক আলমগীর হোসেন দগ্ধ হয়েছেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের লস্কর মার্কেটের বিসমিল্লাহ ডেকোরেটর থেকে আগুন লাগে। পরে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাদারীপুর, রাজৈর ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়রা  আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

তিনি বলেন, আগুনে হাবিব ডেকোরেটর, শরিফ ছাতা ফ্যাক্টরি, বাদল সাহার গোডাউন, পুষ্প গার্মেণ্টস, সেলিম ফার্মেসিসহ ১৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

“এ সময় শরিফ ছাতা ফ্যাক্টরির মালিক আলমগীর হোসেন দগ্ধ হলে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।