নাইক্ষ্যংছড়িতে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2016, 07:08 AM
Updated : 8 August 2016, 07:09 AM

উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায় রোববার রাতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

সোমবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।  

আটকরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উত্তরপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (৩০) ও একই উপজেলার লেদা শরণার্থী শিবিরের  মো. কামাল হোসেনের ছেলে ঈমান হোসেন (২৮)।

সংবাদ সম্মেলনে এসপি সঞ্জিত বলেন, ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. এরশাদ উল্ল্যাহর নেতৃত্বে চালানো অভিযানে কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি চাঁদের গাড়ি (জিপ) করা হয়। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ হাজার ই্য়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আটক দুজনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।